ভূমিদস্যু কর্তৃক সরকারি সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা ও স্থাপনা নির্মাণ নেই প্রতিকার

নিজস্ব প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার ৮৪ নং কৃষ্ণনগর মৌজার এস এ ১১৪ নং খতিয়ানে ৫২৭ নং দাগে ১.২৩ একর সম্পত্তি সরকারি খাল ও খাস সম্পত্তি শ্রেণীভুক্ত। উক্ত সম্পত্তির কিছু অংশ দিয়া বর্তমানে জনসাধারণ চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ হয়েছে যাহা বাবুল সড়ক নামে পরিচিত! কিন্তু মোহাম্মদ সিদ্দিক শেখ, পিতা-মোঃ সেকেন্দার আলী শেখ , সাং- বাবুল সড়ক , মোহাম্মদ নগর, লবণচরা, খুলনা গণ সহ এলাকার কিছু চিহ্নিত ভূমিদস্যু উক্ত সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ উঠছে।

উক্ত জালিয়াতি চক্রের পক্ষে কাজী জুবায়ের হোসেন বাদী হইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে খুলনার তৃতীয় যুগ্ন জেলা জজ আদালতে দেওয়ানি ২৯/০৭ নং মোকাদ্দমা দায়ের করেন। বিজ্ঞ আদালত বিচারঅন্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে রায় প্রদান করেন।

উক্ত রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হইয়া জুবায়ের হোসেন বিজ্ঞ জেলা জজ আদালতে দেওয়ানী আপীল ১০/১৫ নং মামলা দায়ের করেন। উক্ত আপিল মামলা গত ১৯/০৯/২০১৫ ইং তারিখে শুনানী অন্তে দোতরফা সূত্রে বিজ্ঞ আদালত না মঞ্জুর করেন।

এতকিছু হওয়ার পরেও ভূমিদস্যু সিদ্দিক শেখ গং উক্ত সরকারি সম্পত্তি আত্মসাৎ করার পায়তারায় লিপ্ত রইয়াছে। বর্তমানে উক্ত সিদ্দিক শেখ গং কোন ধরণের সরকারি বরাদ্ধ ছাড়া উক্ত সম্পত্তিতে একধিক স্থাপনা নির্মাণ করে চলেছেন ৷ এভাবে চলতে থাকলে উক্ত সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের দখলে চলে যাবে এবং সরকার উক্ত সম্পত্তিতে হইতে তাহার রাজস্ব হারাবে বলে এলাকার বিজ্ঞ সুনাগরিক সমাজ মনে করেন ৷এর আশু সমাধানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top