জাহিদ খান,ভালুকা (ময়মনসিংহ) :::: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. আবুল কাসেম,সাধারণ সম্পাদক মোছাম্মৎ আশরাফিয়া খাতুন। গত শনিবার আনুষ্ঠানিকতায়,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন নির্বাহী সভাপতি নূরুল হক,সিনিয়র সহ সভাপতি এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস, সিনিয়র সহ সভাপতি রমজান আলী সরকার,নির্বাহী সম্পাদক ফারুক হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুল হক শাহীন,সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন কয়েস,অর্থ সম্পাদক
সায়েদুর রহমান আকন্দসহ নির্বাচিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক- মোছাম্মৎ আশরাফিয়া খাতুন বলেন প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রাথমিক শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা ও সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ দেয়ার প্রত্যয় ব্যক্ত করবো আমরা। উল্লেখ্য- মোছাম্মৎ আশরাফিয়া খাতুন ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। উনার সাংগঠনিক দক্ষতা ও শিক্ষকদের কল্যাণে কাজ করার ভিত্তিতে ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।