বরগুনার আমতলীতে  নারী সাংসদের অর্থায়নে নির্মিত হচ্ছে বাঁশের সাঁকো

IMG_20240625_232625.jpg

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) ::::  বরগুনার আমতলীতে ঝুঁকিপূর্ণ একটি লোহার সেতু ভেঙ্গে ২শিশুসহ ৯ নারী নিহতের পর উপজেলার হলদিয়া ও চাওড়া ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুটি ইউনিয়নের ৫ গ্রামের অর্ধ লক্ষাধিক সাধারণ মানুষ। ভূক্তভোগী হলদিয়া ইউনিয়নের হলদিয়া হাট, তক্তাবুনিয়া, তুজিরঘোজা ও চাওড়া ইউনিয়নের কাউনিয়া, চন্দ্রা গ্রামের সাধারণ মানুষের চলাচলের জন্য নিজ অর্থায়নে একটি বাঁশের সাকো নির্মাণের ব্যবস্থা করে দিচ্ছেন ৩১৪ বরগুনা আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রভাষক ফারজানা সুমি। মঙ্গলবার দুপুর ১টার দিকে বাঁশের সাকো নির্মাণ কাজের উদ্ভোধন করেন সাংসদের পক্ষে উপজেলা আওয়ামী

 

লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জুলফিকার রসুল সোহাগ প্যাদা। ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাহবুব ইসলাম, মোঃ মহিবুল্লাহ কিরন, উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ তোহা, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপি, ইউপি সদস্য মোঃ রুহুল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top