ইমাদুল ইসলাম যশোর :::: যশোর অভয়নগর উপজেলার ভৈরব উত্তর -পূর্ব জনপদের বাঘুটিয়া ইউনিয়নের আদিলপুর বায়তুল্ নাজাদ জামে মসজিদ আজ ২০ জুন২০২৪ খ্রি: সকাল ৯ ঘটিকায় উদ্বোধন করা হয়েছে। সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ডা: জামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান (তারু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান,সানট্রাষ্ট প্রাইভেট লিমিটেডের প্রোপাইটার মহাসিন রহমান,বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ বেনজির সরদার. ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান,ইউপি সদস্য
জনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস বলেন,আদিলপুর খেয়াঘাট সংলগ্ন বাজার এলাকায় মসজিদ না থাকার কারণে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন না তাই ২০১৯ সালে এলাকার মুসল্লিদের উদ্যোগে প্রথমে পানজিগানা মসজিদ স্থাপন করলে মুসল্লিগংরা নামাজ পড়েন। পরবর্তীতে মৃত আকবর শেখের স্ত্রী মাছুদা বেগম মসজিদ নির্মাণ করার জন্য আদিলপুর বায়তুল্ নাজাদ জামে মসজিদের নামে জমি রেজিঃ করে দেন। আজ সকল মুসল্লিরা খুব খুশী।অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,সানট্রাষ্ঠ প্রাইভেট লি:মি: এর প্রোপাইটার মহাসিন রহমান,চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান,বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী বেনজির সরদার,ইউপি সদস্য জনি,সাবেক ইউপি সদস্য গণি, শেখ লুৎফর রহমান নওয়াব আলী প্রমুখ।