যশোরে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) অভিযান ইয়াবা ট্যাবলেট  সহ আটক-৪

InShot_20240613_205051521.jpg

ইমাদুল ইসলাম, যশোর :::::   যশোরে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) অভিযান চালিয়ে ৩০ বোতল ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক-৪ জেলা গোয়েন্দা শাখা সুত্র থেকে জানা যায়,১২ জুন ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম, এএসআই (নিঃ)/৫৩৮ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে সকাল ০৯ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজার সোনালী মার্কেটের সিটি ব্যাংকের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী বালিয়াডাঙ্গা গ্রামের কাশেম হাওলাদারের পুত্রমোঃ মিলন খান (৩৫) কে ৩০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য

 

অনুমান ৯০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন। অপর একটি অভিযানে ( এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ)/এসএম ফোরকান, এএসআই(নিঃ)/গৌরাঙ্গ কুমার মন্ডল ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানাধীন হাউলী পশ্চিম পাড়া গ্রামে রাত প্রায় ৯ ঘটিকায় মহিনুর ইসলাম এর ২য় তলা বিশিষ্ট বসত বিল্ডিং এর সামনে হইতে আসামী ১। মোঃ মহিনুর ইসলাম (৩৮), পিতা মৃত তোলায়াত হোসেন, সাং-হাউলী পশ্চিমপাড়া, ২। মোঃ সবুজ হোসেন (৩০), পিতা আলিবুদ্দিন, সাং-বাড়িয়ালী, ৩। আখতারুজ্জামান(২৬),পিতা শুকুর আলী গংদের হেফাজত হতে ৬০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।জব্দকৃত আলামতের মূল্য অনুমান ২,৪০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top