খানজাহান আলী থানা প্রতিনিধিঃ আফিলগেট বাইপাসের বিকেএসপির উত্তর পার্শে¦ রাজ্য-জয় হোটেল সংলগ্নে বালুর মাঠে সপ্তাহব্যাপি কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ জুন মঙ্গলবার আছরবাদ প্রথম বারের মতো এই কোরবানীর পশুর হাটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলার নির্বাহী অফিসার তাসনীম জাহান। অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপপতি শেখ আবিদ হোসেন এবং ফুলতলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ফারজানা ফেরদৌস নিশা। আটরা গিলাতলা ইউনিয়নের পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বর মো. নবীরুল ইসলাম রাজার সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারহান অভির সঞ্চালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম ফজলুল হক, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ,ম লিয়াকত আলী, হাটের ইজারাদার শেখ মহসিন উদ্দিন বাশির, হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী আব্দুর রশীদ, সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম লিটু, ইফতেখার আলম বাপ্পি। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মহসিন আলী, মাহুমদ হাসান, নাছির উদ্দিন, মোস্তফা, কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান বলেছেন‘‘, ফুলতলা উপজেলায় আগে শুধুমাত্র ফুলতলায় একটি পশুর হাট ছিল। এ বারই প্রথম এই অঞ্চলের মানুষের চাহিদা পুরনে আফিলগেট বাইপাসে এই হাটটি বসছে। পবিত্র কোরবানীর পশু ক্রয়ের জন্য এ বছর থেকে শুরু হওয়া এই হাটটি এখন থেকে সুযোগ হলে প্রতি বছর করা হবে। কোরবানীর
পশুর এই হাটটি চলমান রাখার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন আমাদের কোরবানীটি যাতে সুন্দর হয় সে জন্য আমাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। হার্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইউপি সদস্য মো. নবীরুল ইসলাম রাজা জানিয়েছেন, প্রথম বারের মতো অনুমোদন পাওয়া এই কোরবানীর পশুর হাট ক্রেয়-বিক্রতাদের সর্বোচ্চ সেবা প্রদান করে ব্যবসায়ীক নয় সেবাই হবে আমাদের মূল লক্ষ। তিনি বলেন, সার্বিক বিষয় বিবেচনা করে হাটের হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা ৩% । এই কোরবানীর পশুর হাট থেকে যারা পুশু ক্রয় করবে তাদের হাসিলের কপির যে অংশটি আমাদের কাছে থাকবে সেই অংশটি দিয়ে ঈদুল আযহার পরদিন অর্থাৎ আগামী ১৮ জুন বিকালে হাটের ঘোষনা মঞ্চে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
র্যাফেল ড্র’তে ভাগ্যবান প্রথম দশ জনকে পেশার কুকার এবং ১১তম ভাগ্যবান ব্যক্তিকে একটি ১৮ সেপ্টির ফ্রিজ উপহার দেওযা হবে। হাট কমিটি জানিয়েছে, পশুর হাটে নিয়ে আসা গরু-ছাগলসহ কোরবানীর পশুর নিরাপত্তায় একদল স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। হাটে থাকছে গরু ছাগলের পর্যাপ্ত নিরাপক্তা বেষ্টুনী, সিসি ক্যামেরা দ্বারা সর্বস্থরের মানুষের নিরাপত্তা বেষ্টুনী, জাল টাকার নোট সনাক্তকরণ মেশিন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, আগত ক্রেতা-বিক্রেতা ও পশুর সার্বক্ষনিক চিকিৎসক ব্যবস্থা, আধুনিক পাবলিক ্টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আযহার দিন পর্যন্ত এ কোরবানীর পশুর হাট চলবে।