সীতাকুণ্ডে জমি সংক্রান্ত বিরোধে নারীর উপর নৃশংস হামলা

IMG_20240407_170556.jpg

জয়নাল আবেদীন: চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর নৃশংস সন্ত্রাসী হামলা ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে।এ ঘটনায় বাদী মোঃ সাহেদ (৪২) সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ৬ জুন বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের বাদীর বসত বাড়িতে হামলার ঘটনাটি ঘটে। জানা গেছে, হামলায় অভিযুক্তরা হত্যা, ডাকাতি, ধর্ষন ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী ছিলেন।দীর্ঘদিন ধরে তারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত।এছাড়া এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানান স্থানীয়রা।তবে মৃত্যুর ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। অভিযুক্তরা হলেন একি ইউনিয়নের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম (৪০), মোঃ নিজাম (৪৫) উভয় পিতা-নুর ইসলাম, মোঃ কামাল (৪৫), পিতা- সামছুল হক, নয়ন হোসেন (২৭), পিতা-কামরুল হোসেন, মোঃ বাপ্পী (৩২),

 

পিতা- মৃত নুর ইসলাম সহ অজ্ঞাত আরো ৫ জন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ সাহেদ (৪২) লিখিত অভিযোগে বলেন, আমি মোঃ আকরাম উল্লাহর জমি দেখাশোনা করি।মূলত আমি তাঁর জমি দেখাশোনা করায় বিবাদীগণ আমার উপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠে।ঘটনার দিন মোঃ আকরাম উল্লাহর নির্দেশে একটি সাইনবোর্ড লাগায়।এরপর আমি বাড়ি থেকে সীতাকুণ্ড বাজারে আসি।আমি বাজারে চলে আসার পর বিবাদীগণ আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে।বাড়িতে প্রবেশ করে আমার ভাইয়ের বউ মোঃ আলেয়া বেগম (৬০) ও ভাতিজি মোসাঃ রুমি আক্তার (২৬) কে অকথ্য ভাষায় গালমন্দ করে। ভাবী গালমন্দের প্রতিবাদ করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে।১নং বিবাদী লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাবীর মাথায় বারি মারলে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পিঠে লেগে মারাত্মক ফাঁটা রক্তাক্ত জখম হয়।এছাড়া ৩ নং বিবাদী তাহার হাতে একটি লাঠি দ্বারা আমার ভাবীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।এসময়ে ভাতিজি আমার ভাবীকে বাঁচাতে এগিয়ে আসলে

 

বিবাদীগণ তাকে বিভিন্ন স্থানে আঘাত করে নীলাফুলা জখম করে।২নং বিবাদী শ্বাসরোধ করে আমার ভাতিজিকে হত্যার চেষ্টা করে।৪ নং বিবাদী আমার ভাতিজির পেটে লাথি মারিলে তার পেটের সিজারের সেলাই ছিড়ে যায়।এমতাবস্থায় সে মাটিতে লেটিয়া পড়লে ৫ নং বিবাদী তার পড়নের জামা কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে। বাদী আরো বলেন, ১ নং বিবাদী আমার ভাতিজির গলায় থাকা একটি ১০ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।এক পর্যায়ে আমার ঘরের ওয়াল সোকেস ড্রয়ার ভেঙে ফেলে নগদ ৫০ হাজার টাকা লুট করে।এসময় আমার ভাতিজি এবং ভাবী চিৎকার করিলে আশেপাশের লোকজন আসিলে বিবাদীগণ হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এবং যাওয়ার সময় আমার সিএনজি এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ভাঙচুর করে।এতে আমার ৪৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top