ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা  

IMG_20240117_232322.jpg

সাগর কুমার বাড়ই খুলনাঃ  আগামী ৯ জুন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ/১৯৮৫ এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনি এলাকায় (আড়ংঘাটা থানাধীন রংপুর ও গুটুদিয়া ইউনিয়ন এবং হরিণটানা থানাধীন গুটুদিয়া ইউনিয়ন) এ আগামীকাল ৭ জুন থেকে ১৬ জুন-২০২৪ পর্যন্ত সকল বৈধ অস্ত্রের মালিক/লাইসেন্সধারীগণ কর্তৃক অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। অন্যথায় তাদের

 

বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ ডুমুরিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত প্রহরীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top