রুপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য পরিষদের  উদ্যোগে হতদরিদ্র নাসিরকে অর্থ প্রদান

InShot_20240601_231438246.jpg

 শফিয়ার রহমান পাইকগাছা:::::  খুলনার উপজেলা প্রতিনিধি রুপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে ঘোষাল গ্রামের অসহায় নাসিরকে ৫ হাজার টাকা দিয়ে সহায়তা করা হয়েছে। শনিবার সকালে নতুন বাজার পাইকগাছার পাইকগাছা কার্যালয়ে এ টাকা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি অশোক ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠিতা বেগম সামছুন্নার,  উপদেষ্টা লিয়াকত আলী গাজী,সহ-সভাপতি মোড়ল কওছার আলী,পঞ্চানন সরকার,লুৎফর রহমান,মুজিবুর রহমান মল্লিক, সুশান্ত কুমার বিশ্বাস,বিকাসেন্দু সরকার,অনিতা রাণী মনৃডল ও বাবুল শরীফ। জানা যায়,ঘোষাল গ্রামের নাসির সরদার একজন অসহায় মানুষ। ২ বিঘা জমি ছিল যা তার এক ভাতিজা লিখে নেয়।

 

পরে সে তা বিক্রি করে চলে গেছে কক্সবাজার। বসবাস করতো ভাতিজার ঘরের বারান্দায়। সেখান থেকে গত রমজান মাসে বাড়ী থেকে বের করে দেয়া হয়। কিন্ত আপন, সৎ ভাই ও ভাইপো সবাই থাকতে কেউ নেই এমন অবস্থা তার। সবাই প্রতিষ্ঠিত। কিন্তু কেউ এতটুকু সাহায্য করেনি বা করেনা।এর মাঝে ঘোষাল গ্রামের হতদরিদ্র, দিনমজুর শফি তাকে রাস্তা থেকে তুলে এনে তার বাড়ীতে আশ্রায় দিয়ে মানবতার পরিচয় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিকে গতকাল রুপসী বাংলা সমাজকল্যাণ ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ৫ হাজার টাকা প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top