নন্দীগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

IMG_20240601_142736-scaled.jpg

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে তিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি বিদ্যালয়ের অংশগ্রহণে ‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল নির্বাচিত হয় চাকলমা উচ্চ বিদ্যালয়। নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ

বালিকা বিদ্যালয় রানার্সআপ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে চাকলমা উচ্চ বিদ্যালয়ের দলনেতা মাহফুজা সারওয়াত সিনহা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম লুৎফুন্নেছা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার সহকারী পরিচালক (কোর্ট পরিদর্শক) মো. জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজিজার রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাহার হোসেন, সহ সভাপতি আব্দুস সাত্তার, সহ সভাপতি একেএম আবুল কাসেম, কার্যনির্বাহী সদস্য

ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, জান্নাতুল ফেরদৌস লিপি, প্রভাষক রাব্বী হোসাইন, মতিউর রহমান প্রমুখ। রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। প্রতিযোগিতায় মডারেটর ছিলেন সহকারী অধ্যাপক আব্দুস সালাম, বিচারকমন্ডলী প্রভাষক রাজু আহমেদ, প্রভাষক মৌসুমী মুনমুন ও প্রভাষক শামীমা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top