এমপি আনারের হাড় মাংস বিচ্ছিন্ন করাতে এ কসাই জিহাদ

InShot_20240526_104536769.jpg

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে::::  খুলনা জেলার দিঘলিয়ার বারাকপুর গ্রমের ছেলে জিহাদ। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর তাঁর মরদেহ টুকরা টুকরা করার কাজে আত্মনিয়োগ করেন বারাকপুর গ্রামের এ কসাই জিহাদ। যার ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতের আদালত। দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের বাসিন্দা এ জিহাদ হাওলাদার। তাঁর পিতার নাম জয়নাল হাওলাদার ও মাতার নাম মাহমুদা বেগম। চার ভাইয়ের মধ্যে জিহাদ ছোট। বড় ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মেজো ভাই মাদ্রাসার শিক্ষক ও সেজো ভাই একজন দিন মজুর। ছোট ভাই জিহাদ হাওলাদার ছোট বেলা থেকেই ডানপিঠে হওয়ার কারণে নানা সামাজিক

 

অপরাধে জড়িয়ে পড়ে। এমনকি বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শেখ আনসার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী হয়ে পড়ে। এ সময় সে স্ত্রী মুন্নী খাতুনসহ আড়াই বছরের পুত্র সন্তান রেখে ভারতে চলে যায়। সেখানে সে কসাইয়ের কাজ করত বলে জানা যায়। এলাকাবাসী জানায়, জিহাদ হাওলাদার ছোট বেলা থেকে ডানপিঠে হওয়ায় পিতা-মাতা ও সহোদরেরা চেষ্টা করেও তাকে ভালো পথে রাখতে পারেনি। তবে সে স্ত্রী পুত্র নিয়ে ভালো ভাবে বাঁচতে চেয়েছিল। কিন্তু সমাজ তাকে বাঁচতে দেয়নি। নানা অপরাধে জড়িয়ে সে নিরুদ্দেশ হয়। আর এই নিরুদ্দেশ জীবনই তার অপরাধ জগতে জড়িয়ে পড়ার কারণ হতে পারে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার কসাই জিহাদকে কলকাতার বারাসাত আদালতে নেওয়ার পর আদালত তাকে

 

১২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে। জিহাদ হাওলাদার (২৪) একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তার বাবার নাম জয়নাল হাওলাদার। তবে জিহাদ বসবাস করতো ভারতের মুম্বাই শহরে। সেখানে সে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতো। সিআইডি’র পক্ষ থেকে ১৪ দিন রিমান্ডের আবেদন করা হলেও বারাসাত আদালত শুক্রবার (২৪ মে) তাকে ১২ দিনের রিমান্ড দিয়েছে। এমপি আনোয়ারুল আজীম আনারের দেহাবশেষের কিছু অংশ উদ্ধার করার পর বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত ২৪ বছর বয়সী জিহাদকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়-পোলেরহাট এলাকার ব্যাপক তল্লাশি চালায় সিআইডি। মোট ছয়টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সিআইডির কর্মকর্তারাও। তবে মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top