নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সিদ কেটে এক রাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। ১৮ই মে (শনিবার) দিবাগত মধ্যরাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের জুমুলতলা এলকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা কাথম গ্রামের জুমুলতলা এলাকার সামেদ আলীর ছেলে শাহজাহান আলীর গোয়াল ঘরের সিদ কেটে ভিতরে ঢুকে গোয়াল ঘর থেকে তিনটি গাভী ও একটি ষাঁড় চুরি করে নিয়ে যাবার পথে
ষাঁড়টি হাত থেকে ছুটে চলে যায়। চুরি হয়ে যাওয়া তিনটি গাভীর আনুমানিক মূল্য হবে ৩ লাখ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, আমি গরু চুরির ঘটনার কথা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আর চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করার চেষ্টা চলছে।