সুবর্ণচরে পাওয়ার টিলার চাপায় প্রাণ গেলো স্কুল শিক্ষার্থীর

রিপোর্টার  আহসান হাবীব ::::  নোয়াখালী সুবর্ণচরে আবারও অবৈধ পরিবহন পাওয়ার টিলারের চাপায় রিয়াদ হোসেন বাপ্পি (৭) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে বান্ধেরহাট হাট নামক স্থানে এ ঘটনা ঘটে। বাপ্পী রেজোয়ানুর রহমান রিজুর এর পুত্র। সে পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ হোসেন বাপ্পী সকালে বাড়ির পাশে বান্ধেরহাটে আসছিল হঠাৎ মাটি পরিবহণকারী বেপরায়া গতির একটি পাওয়ার টিলার বাপ্পীকে চাপাদেয়। পাওয়ার টিলারের চাপায় ঘটনাস্থলেই বাপ্পী মারা যায়। দীর্ঘদিন যাবৎ স্থানীয়রা এ অবৈধ পরিবহন পাওয়ার টিলারের বেপরায়া চলাচলের

 

বিষয়ে প্রতিবাদ করলেও কোনো ব্যবস্থা নেইনি বলে অভিযোগ করেছে এলাকাবাসী। তাহারা অভিযোগ করে বলেন,পাওয়ার টিলারগুলো শুধু জমি চাষের কাজে ব্যবহারের অনুমিত থাকলেও কেউই তা মানছে না। পাওয়ার টিলার গুলো বেশির ভাগ ব্যবহার হচ্ছে অবৈধভাবে মাটি পরিবহণ,ইট বাটায় কাচা গাছের জ্বালানি পরিবহণ, গাছের গুড়ি পরিবহণসহ নানান কাজে অবৈধ ব্যবহার চলছে। এঘটনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো.কাওসার আলম ভূঁইয়া জানান, এখনো লিখিত অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top