সাগর কুমার বাড়ই ,খুলনাঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৪ ই মে ~ ২০২৪ ইংরেজি মঙ্গলবার খুলনার তেরখাদা উপজেলায় আনুমানিক ৩০০ বছর পূর্বের জাগ্রত তীর্থ ভূমি ছাগলাদহ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলা মন্দির কমপ্লেক্সে ৫৮ তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয় । প্রতি বছরের ন্যায় এ বছরেও বৈশাখ মাসের শেষ শনিবার অথবা মঙ্গলবার শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় এ মহোৎসব অনুষ্ঠিত হয় । ১৩ ই মে সোমবার সন্ধ্যা থেকে আরম্ভ হয়ে রাত ব্যপী মহোৎসবের অধিবাস কীর্তনের মধ্য দিয়ে ১৪ ই মে মঙ্গলবার দিবাগত রাত ১০ ঘটিকা পর্যন্ত
মহোৎসব অনুষ্ঠিত হয় । খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট প্রজেশ রায়ের সঞ্চালনায়
বুড়োমায়ের গাছতলায় মায়ের হাজার হাজার ভক্তে বৃন্দের সমাগম ঘটে । ছাগলাদহ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় ভক্তের সমাগমে তিল ধারণের ঠাঁই ছিলনা । বুড়োমায়ের গাছতলায় দলে দলে যোগ দিয়েছে মতুয়া দলের হাজার হাজার ভক্তবৃন্দ । তেরখাদা থানা কমপ্লেক্সের সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ছাগলাদহ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় মহোৎসব ও মহামেলা শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।
এ দিকে খুলনা মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি শফিকুল রহমান পলাশ মায়ের ভক্ত বৃন্দদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন যথাক্রমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু , আওয়ামী লীগের নেতা বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী আলহাজ্ব আবুল হাসান মুসল্লী ।
অপর দিকে আরো উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান যথাক্রমে আওয়ামী লীগের নেতা তবিবুর রহমান , সাংবাদিক শারাফাত হোসেন মুক্তি , বাবু ছকাতী , আনিচুল হক আনিচ , সংরক্ষিত মহিলা আসনের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা সুমি , পাখি রানী বিশ্বাস , মলিনা খাতুন , শামীমা আক্তার বিথী সহ তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । আগামী ২১ মে ~২০২৪ ইংরেজি মঙ্গলবার আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলা মন্দির কমপ্লেক্সে ৫৮ তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে রাজনৈতিক দলের মধ্যে সংঘাত এড়াতে কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয় ।
মহোৎসব অনুষ্ঠানে বিভিন্ন পোশাকে RAB পুলিশ কর্মকর্তা বৃন্দ সহ গোয়েন্দা সংস্থা সদস্য অক্লান্ত পরিশ্রম করেন ।
ছাগলাদহ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় মহোৎসব উপলক্ষ্যে বিভিন্ন দোকানে মহোৎসব কমিটির সদস্য চাঁদা আদায় করেন বুড়োমায়ের ধন ভান্ডার বৃদ্ধির জন্য ।
তাছাড়া স্থানীয় লোকজন দফায় দফায় চাঁদা আদায়ের ঘটনা লক্ষ্য করা গেছে । ধর্ম যার যার উৎসব সবার
এই প্রতিপাদ্য কে সামনে রেখে হিন্দু – মুসলিম একত্রে মিলিত হয়ে মহোৎসব অনুষ্ঠান টি করে থাকে ।
জাতীয় সাংবাদিক সংস্থা জাসাস খুলনা বিভাগ কমিটির সিনিয়র সহ সভাপতি ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান খাঁন এর নেতৃত্বে আন্তর্জাতিক গণমাধ্যমের
সংবাদ কর্মী সহ তেরখাদা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ বুড়োমায়ের পূজা , মহোৎসব ও মহামেলা মহামেলার চিত্র ধারণ করেন । সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও উৎসাহ উদ্দিপনায় হাজার হাজার ভক্তের সমাগমে শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় অধিবাস কীর্তন , বুড়োমায়ের পূজা , মহোৎসব ও মহামেলার আয়োজন করা হয়। দুর দুরন্ত থেকে হাজার হাজার ভক্ত বৃন্দ শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় বুড়োমায়ের পূজায় সমবেত হয় । তাছাড়া প্রতি শনিবার ও প্রতি মঙ্গলবার শ্রী শ্রী বুড়োমায়ের গাছতলায় ভক্ত বৃন্দ এসে পূজা অর্চনায় অংশ গ্রহণ করে থাকে।