সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে:::: আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দের দিন খুলনার দিঘলিয়া উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন । দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন । ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন উপজেলা নির্বাচনে। দিঘলিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মারুফুল ইসলাম প্রতীক পেয়েছেন আনারস, সাবেক উপজেলা চেয়ারম্যান মল্লিক মহিউদ্দীন প্রতীক পেয়েছেন দোয়াত কলম, জেলা বিএনপি’র সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও স্টার জুট মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের
সাবেক সভাপতি গাজী মোঃ এনামুল হাচান মাসুম হেলিকপ্টার প্রতীক পেয়েছেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন প্রতীক পেয়েছেন মোটরসাইকেল। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে দিঘলিয়া উপজেলায় ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা প্রতীক পেয়েছেন চশমা, সৈয়দ জামিল মোরশেদ মাসুম প্রতীক পেয়েছেন টিউবয়েল, মোঃ আসাদুজ্জামান (আসাদ খামারী) প্রতীক পেয়েছেন তালা, মোহাম্মদ এনামুল ইসলাম প্রতীক পেয়েছেন উড়োজাহাজ, শেখ ইনামুল প্রতীক পেয়েছেন পালকি, বজলুর রহমান ফকির প্রতীক পেয়েছেন মাইক এবং গোবিন্দ মন্ডল প্রতীক পেয়েছেন টিয়া পাখি। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন নারী নেত্রী লড়ছেন। এদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না প্রতীক পেয়েছেন ফুটবল, নাসরিন আক্তার প্রতীক পেয়েছেন কলস ও সাবেক
সেনহাটি ইউপি সদস্য নাসিমা বেগম প্রতীক পেয়েছেন হাঁস। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়রা পারভীন এ প্রতিবেদককে জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রার্থী আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ উপজেলা ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭ শত ৪৮ জন। এবারের নির্বাচনে ৫৪ টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দ্বিতীয় ধাপে নির্বাচনে খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ইতিমধ্যে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন।