খুলনায় মহান মে দিবসের কর্মসূচি

সাগর কুমার বাড়ই খুলনাঃ আগামী (পহেলা মে) মহান মে দিবস, ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘মালিক-শ্রমিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষে পহেলা মে সকাল সাড়ে আটটায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-২ আসনের

সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুনু রেজা। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আয়েফীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top