আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শ্রম অসন্তোষসহ যে কোন অভিযোগ গ্রহণ এবং অভিযোগ নিষ্পত্তি বিষয়ে কন্ট্রোলরুম স্থাপন

সাগর কুমার বাড়ই খুলনাঃ   আসন্ন ঈদ-উল-ফিতরের পূর্বে বিভাগীয় শ্রম দপ্তর খুলনার অধিক্ষেত্রাধীন শিল্প সেক্টরসমূহের শ্রম পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বেতন-ভাতা-বোনাস, ছুটি ইত্যাদি সংক্রান্ত শ্রম অসন্তোষসহ যে কোন অভিযোগ গ্রহণ এবং অভিযোগ নিষ্পত্তি বা শ্রম অসন্তোষ নিরসনকল্পে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন (সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা) পর্যন্ত কন্ট্রোলরুম খেলা থাকবে। কন্ট্রোলরুমের নম্বর: ০২৪৭৭৭২৮১০৮, ০২৪৭৭৭২৮১১৩, ০২৪৭৭৭২৮১১৪, ০২৪৭৭৭২৮১১৬ ও ০২৪৭৭৭৭২৮১১০। এছাড়া মোবাইল নম্বর: ০১৭১৬০৯১৩২৪, ০১৭২১৩৮৮০৫০, ০১৭১৫৫৪৯১৭৯, ০১৭১২১৪১৮২৫, ০১৭১৬২১৪০০৯,

 

০১৯২৯৪৪২৬৫৩. ০১৭৫৯০৪৫৯৩৯, ০১৭১৬২৫২৪৫০, ০১৭৩৯৬৮২৭০৬, ০১৭১৪৫৯৩৩৪৪, ০১৭৬৫৮০১২৯২, ০১৭৫৩৬৬৩৮১৪, ০১৭১৩৯৫৫৬১০ ও ০১৭১৯৫৬৮৬৬৯ মোবাইল নম্বরে বা অন্যকোন মাধ্যমে যেকোন ধরণের অভিযোগ, শ্রম অসন্তোষের খবর পাওয়া গেলে, সে সম্পর্কে পরিচালককে অবহিত করতে হবে এবং অভিযোগ নিষ্পত্তি কিংবা শ্রম অসন্তোষ নিরসনকল্পে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের এক পত্রের মাধ্যমে এসকল তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top