বাগেরহাটে সেচ্ছাসেবক দলের নেতা খুন, প্রধান আসামি সহ আটক- ৯

 এ. আর. খানঃ    গত ইং ১১/১১/২০২২ তারিখ রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় বাগেরহাট সদর থানাধীন পূর্ব বাসাবাটি বগা ক্লিনিক সংলগ্ন চার রাস্তার মোড়ে এলাকার আধিপত্য বিস্তার ও র্পূব শত্রুতার জেরে সন্ত্রাসী ফরিদ শেখ (২৯) ও তার সহযোগীদরে গুলিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুঁইয়া(৩৫), পিতা-মৃত আব্দুর রউফ ভুঁইয়া, সাং- র্পূব বাসাবাটি, থানা ও জেলা-বাগেরহাট গুরুতর আহত হয়ে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। হত্যা কান্ডের পরপরই বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার , কে, এম, আরিফুল হক, পিপিএম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয়ের তত্বাবধায়নে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড অপারেশন্স) ও বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে ডিবি, ডিএসবি, ও বাগেরহাট সদর মডেল থানার অফিসার সহ জেলা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে। তারই প্রেক্ষিতে গতকাল নূরে আলম তানু ভুঁইয়া(৩৫) হত্যাকান্ডের মাত্র ২২ ঘন্টার মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটন পূর্বক, প্রধান অভিযুক্ত ফরিদ শেখ সহ ০৯ জনকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি অস্ত্র(পিস্তল), ০১ রাউন্ড গুলি ও ০১ টি ম্যাগজনি উদ্ধারে সমার্থ হয় বাগেরহাট জেলা পুলিশ। এই ঘটনায় নিহতের স্ত্রী কানিজ ফাতেমা বাদী হয়ে এজাহার দায়ের করলে বাগেরহাট সদর মডেল থানার মামলা নং-১৬, তাং-১৩/১১/২০২২ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি তদন্তাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top