পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার মামুনুর রশিদ মামুনঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনে করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী,কাজী আব্দুল গফুর।
আজ বৃহস্পতিবার বার (২৮ মার্চ) বিকেলে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে চন্ডিপুর ইউনিয়নের বাজার পাড়ায় এক মত বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়াড বাজার পাড়ার সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে ;প্রধান অতিথি ছিলেন,উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর বলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমাকে নির্বাচিত

করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন, আমি নির্বাচিত হলে পার্বতীপুর উপজেলা বাসীর সেবায় নিয়োজিত থকবো ইনশাআল্লাহ। আরও বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মার্শাল এম আনছারুল আজাদ ও উপজেলা জাতীয় পার্টির ছাত্র সমাজের আহ্বায়ক জীবন কুমার পাল এছাড়াও চন্ডিপুরের ইউনিয়নেরআব্দুর রশিদ। এতে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ ও সাধারন সম্পাদক বিপুল চন্দ্র রায় সহ উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় আসন্ন উপজেলা নির্বাচনে মনোনীত প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়। আলোচনা শেষে উপস্থিত এলাকাবাসী ও জাতীয় পার্টির শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top