মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ২৪ মার্চ

সাগর কুমার বাড়ই খুলনাঃ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ২৪ মার্চ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২৪ মার্চ বেলা দুইটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতা ক-বিভাগ: প্লে থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শেণি, বিষয়: মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: বাংলাদেশের মুক্তির সংগ্রাম, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বয়স: অনুর্ধ্ব ১৮ বছর, বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। রচনা প্রতিযোগিতার ক-বিভাগ: পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, বিষয়: স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু, (৫০০ শব্দের মধ্যে লিখতে হবে)। খ-বিভাগ: অষ্টম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা, (৭০০ শব্দের মধ্যে লিখতে হবে)।

সকাল ১১টায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।      ক-বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, বিষয়: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং খ-বিভাগ: নবম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ।
স্বহস্তে লিখিত রচনা আগামী ২৪ মার্চ বেলা দুইটার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সাথে আনতে হবে। ২৬ মার্চ সকাল আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান, শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top