নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২১ শে মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বরইচড়া গ্রামের শাহাজাহান আলীর মালয়েশিয়ান প্রবাসী ৩ ছেলে ফারুক হোসেন, জালাল উদ্দিন ও কালাম হোসেন এর উদ্যোগে এবং ধুন্দার মানবসেবায় মানবিক সংস্থার স্বেচ্ছাসেবকদের  মাধ্যমে অত্র এলাকার গরীব-অসহায়দের মাঝে পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইফতার এবং ঈদ সামগ্রী
বিতরণ করা হয়েছে।  উক্ত ইফতার ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সালাম,  সুলতান আহম্মেদ, কুরবান আলী, জামাল হোসেন, বাদশা মিয়া, ধুন্দার মানবসেবায় মানবিক সংস্থার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আলহাজ আলী, কোষাধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ।এছাড়াও অত্র গ্রামের যুবসমাজের যুবকরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, অত্র এলাকার প্রায় ৭শত গরীব-অসহায় মানুষদের মাঝে উক্ত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top