ইমাদুল ইসলাম, যশোরঃ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বাজারে ৯ পিচ মরণব্যাধি ইয়াবা সহ দুইজন কেশবপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে। (১৪ মার্চ)বৃহস্পতিবার বিকালে পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বাজারে তাদেরকে আটক করেন।আটক কৃতরা হলেন মনিরামপুর উপজেলার
কিতাব্দী শেখের ছেলে আনোয়ার হোসেন ও মৃত লতিফ শেখের ছেলে আসাদুজ্জামান। গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানা পুলিশের এ এস আই রতন কুমার পাল ও তার চৌকস টিম নিয়ে পাঁজিয়া উপজেলার গড়ভাঙ্গা বাজার নামক চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে নয় পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক হন।