সাংবাদিক এ কে হিরুর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক

সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে হিরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। উল্লেখ্য, এ কে হিরু রোববার শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত কয়েক বছর যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এক শোক বার্তায় প্রফেসর আলমগীর বলেন, তাঁর মৃত্যু সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতেন।

 

চ্যানেল আই- এর জেলা প্রতিনিধি থাকাকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের চিত্র, চ্যালেঞ্জ ও সম্ভাবনা দেশবাসীর কাছে তুলে ধরেন। এজন্য এ বিশ্ববিদ্যালয় তাকে মনে রাখবে। এছাড়া, তিনি সাংবাদিক সমাজের সকল ন্যায্য দাবী ও অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। প্রফেসর আলমগীর তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  তিনি সর্বশেষ বাংলাদেশ পোস্ট পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top