দিঘলিয়ার মহেশ্বরপুরে জমি নিয়ে বিরোধ ভাংচুর ও সংঘর্ষের সৃষ্টি

 এস.এম.শামীম দিঘলিয়া //    দিঘলিয়ার ৩ নং সদর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড মহেশ্বরপুর এলাকায় ১২ ই নভেম্বর সকাল ৯ টায় দু পক্ষের মধ্যে ঘর ভাংচুর ও সংঘর্ষের সৃষ্টি হয়। সুএে জানা যায় বারাকপুর পৈত্রিক সুএের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ হারুন ঢালী ও সোলায়মান গং দের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে ১২ ই নভেম্বর সকাল ৯টার দিকে হারুন ঢালী তার লোকজন নিয়ে সোলায়মান গং এর জমির ওপর ঘর তুলতে যায় এবং দুই পক্ষই উক্ত জমির মালিকানা দাবি করে পরে হারুন ঢালীর লোকজন বাক বিতান্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও রাম দা দিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে এসময় দিঘলিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে সোলায়মান গং এর পরিবার সাংবাদিক দের জানান যে হারুন ঢালী পূর্বপরিকল্পিতভাবে এলাকার বাহির হতে লোকজন নিয়ে আসে জমি জোর দখল করার জন্য এমনকি পুলিশ সময় মতো না পৌঁছালে হারুন ঢালীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এসময় কিছু ভিডিও ফুটেজে দেখা যায় হারুন ঢালীর লোকজন এর হাতে রাম দা ও লাঠি সুটা রয়েছে। এবিষয়ে হারুন ঢালী ও তার মেয়ের সাথে কথা বললে তারা জানান সোলায়মান গং এর পক্ষ থেকে যা বলা হয়েছে সবই মিথ্যা ও বানোয়াট উক্ত জমি আমাদের এবং আমাদের জমির ওপর ঘর তুলতে গেলে পাল্টা ওরাই আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং মারধর করার চেষ্টা চালায় এবিষয়ে সোলায়মান গং এর পরিবার সুএে জানা যায় উক্ত জমি নিয়ে মামলা চলছে মামলার রায়ে জমি আমাদের কিন্তু হারুন ঢালী জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top