সাকসেস এ্যাওয়ার্ড ২০২৪ পাওয়ায় ব্যারিস্টার সাইফুর রহমানকে   সংবর্ধনা

IMG_20240306_223450.jpg
প্রতিবেদক ইমরান হোসেন ইমুঃ  আজ ৬ ই মার্চ রোজ বুধবার দুপুরে জজ কোর্টে এডভোকেট আরিফুর রহমান সজিবের  চেম্বারে হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার সাইফুর রহমান গতকাল ঢাকা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সফল সংগঠক হিসেবে সাকসেস এ্যাওয়ার্ড ২০২৪ পাওয়ায় আইনজীবী বন্ধুদের পক্ষ থেকে সংবর্ধনা দেন।সে সময়ে ব্যারিস্টার সাইফুর রহমানকে ক্রেস্ট প্রদান করে । এসময়ে উপস্থিত
ছিলেন, এডভোকেট,মাছুমএডভোকেট  আরিফুর রহমান, এডভোকেট,সুমন চন্দ্র দে  এডভোকেট, প্রশান্ত,এডভোকেট,ফায়সাল জেসন,এডভোকেট ইসমাইল, সগীর আহমেদ,আরাফাত হোসেন, লিয়ন প্রমুখ উল্লেখ্য গত ৫ ই মার্চ বিকালে সীমান্ত সম্ভারের  চতুর্থ তলায় অনুষ্ঠিত জমকালো আয়োজনের মধ্য দিয়ে  সাকসেস এ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করে ঢাকা সাংস্কৃতিক সংগঠনটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top