ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৈশোর মেলা ও স্বাস্থ্য অন্যান্য সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত 

IMG_20240306_181607.jpg
 রিপোর্টার গীতি গমন চন্দ্র রায় গীতঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬ ই মার্চ ২০২৪ সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে ইএসডিও আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায় মাদক কে না বলি-সুন্দর জীবন গড়ি,নিরাপদ খাদ্যে ভরবে দেশ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইএসডিও’র কৈশোর কর্মসূচীর,কৈশোর মেলা ও স্বাস্থ্য অন্যান্য সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য
বিভিন্ন স্টলঘুরে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃরমিজ আলম,পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ,ইএসডিও,র উন্নয়ন কর্মী মোঃ মর্তুজা আলম বিভিন্ন কৈশোর প্রমুখ।তবে জানা যায় পীরগঞ্জ উপজেলায় মোট ১৯৮টি কিশোরী রয়েছে তবে কিশোরীর সংখ্যা কম উপস্থিত ছিলন। উক্ত কৈশোর মেলায় ও আলোচনা সভায় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীত,পীরগঞ্জ রিপোর্টাস প্রেসক্লাবের সভাপতি এএইচ লিটন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top