ওয়াহিদ মুরাদঃ উদ্দীপন দিঘলিয়া শাখা, ফুলবাড়ি গেট অঞ্চল, পিরোজপুর জোনের আয়োজনে ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় দিঘলিয়া শাখা অফিস প্রাঙ্গনে সাংগঠনিক নেতাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্দীপন দিঘলিয়া শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। যে সকল বিষয়ে তিনি বক্তব্য রাখেন তার মধ্যে অন্যতম ছিল- সফলতা ও ব্যর্থতার গল্প, স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস, সমিতির গুরুত্ব ও শৃঙ্খলা, সঞ্চয়ের প্রয়োজনীয়তা ও মানসিকতা,
ঋণের সুফল ও কুফল, ঋণ বীমার সুবিধা, বকেয়া রোধে করণীয় এবং ভালো সমিতি ভালো পরিবেশ তৈরি ইত্যাদি। এছাড়াও ছিল সমিতির সদস্যদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্দীপন দিঘলিয়া শাখার হিসাব রক্ষক সুব্রত কুমার মসিদ, ফিল্ড অফিসার মোঃ আরিফুল ইসলাম, ফিল্ড অফিসার নয়ন হালদার এবং দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওয়াহিদ মুরাদ।