খুলনায় ১৭তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্পের উদ্বোধন

IMG_20240216_003613-scaled.jpg

সাগর কুমার বাড়ই  খুলনাঃ    ১৭তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান  (বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনার মহেশ্বরপাশা সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান।  প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তারাই আগামীতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। এজন্য শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিশুদের অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। শিশুদের একটি লক্ষ্য নিয়ে সামনে এগুতে হবে। লক্ষ্য না থাকলে জীবনে উন্নতি করা যায় না। তিনি আরও বলেন,  শিশুদের মধ্যে ভালো গুণাবলী থাকা প্রয়োজন। পরিশ্রম করতে হবে,

 

সময়কে ভালো কাজে ব্যবহার করতে হবে। পরিশ্রম ছাড়া কেউ উন্নতি করতে পারেনা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শোয়াইব আহমাদ, সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ দিদারুল আলম, এটিএন বাংলা খুলনার ব্যুরো প্রধান এস এম হাবিব ও বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন ১৭তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্পের অধ্যক্ষ আশরাফ উদ্দিন নজু। স্বাগত বক্তৃতা করেন শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্পের মহাসচিব মাফরুদা ইয়াছমিন। শুভেচ্ছা বক্তৃতা করেন ১৭তম শিশুদের শিক্ষা ও আনন্দ ভ্রমণ ক্যাম্পের আহবায়ক বিধান চন্দ্র রায়। নারী ও শিশু উন্নয়ন পরিষদ (নাশিউপ) এই অনুষ্ঠানের আয়োজন করে।  এই ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চলে একশত ৫০ জন শিশু অংশ নেন। এই শিশুরা খুলনা বিভাগের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top