বৃষ্টি থেমে যাওয়ার পরেও যেমন জলের ফোঁটা থেকে যায়
সুব্রত চৌধুরী:::::::
“বৃষ্টি থেমে যাওয়ার পরেও যেমন
জলের ফোঁটা থেকে যায়,
তেমনি কারো কারো জন্য
সম্পর্কের অজস্র ফোঁটা রয়ে যায়
হৃদয়ের উঠোন জুড়ে।
বৃষ্টির ফোঁটার মত হৃদয়ের সেই ফোঁটা
একদিন একেবারে মুছে যায়না।
কখনো কখনো ভালবাসার উত্তাপে
সে বাষ্প হয়ে হৃদয় জুড়ে জ্বালা ধরায়,
কখনো মাঘের মত হিম রাতের ছোঁয়ায়
সেই বাষ্প বিন্দু বিন্দু ফোঁটা হয়ে
হৃদয়ে শিশিরের মত পড়ে রয়।
কখনো নি:শেষ হয় না, হয় কি?”