সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ নির্মানাধীণ কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। বিশ^বিদ্যালয়ের পুজা উদ্্যাপন পরিষদের সভাপতি ড. প্রতীক চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. তারাপদ ভৌমিক, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক
ও পুজা উদ্্যাপন পরিষদের কোষাধ্যক্ষ সৌমিত্র কুমার সরকার, বিইসিএম বিভাগের প্রভাষক শুভদীপ দত্ত, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ, সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজা, বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী প্রবীর ভৌমিক, সাবেক শিক্ষার্থী হৃদয় পাল, সহকারী কম্পট্রোলার রনজিৎ রায়, পুজা উদ্্যাপন পরিষদের সহ-সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সনাতন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি বাপ্পী সুর প্রমূখ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের ০২ আগস্ট বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের বর্তমান সদস্য ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর কুয়েট কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।