বেলাল উদ্দিনের ১৯ম শাহাদাৎবার্ষিকী রোববার

IMG_20240210_171943.jpg

সাগর কুমার বাড়ই খুলনাঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সাবেক সভাপতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ১৯ম শাহাদাৎবার্ষিকী ১১ ফেব্রুয়ারি রোববার । এ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, কুরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। এমইউজে খুলনার উদ্যোগে ১১ ফেব্রুয়ারি রোববার সকাল ১০ টায় রায়েরমহলস্থ পারিবারিক কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময়।

 

অপরদিকে এ উপলক্ষে খুলনা প্রেসক্লাব বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শক্তিশালী বোমাা হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top