গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ৩৬ বোতল এ্যালকোহলসহ আটক- ১

IMG_20240207_180745-scaled.jpg

শফিয়ার রহমানঃ যশোর ঝিকরগাছা থানা পুলিশের চৌকশ টিম গতকাল ৬/২/২০২৪ বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা বাজার পানপট্টির মাসুদের পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য এ্যালকোহল ক্রয় বিক্রয় কালে অভিযান চালিয়ে একই গ্রামের মোঃ কবির হোসেন (৪৩) পিতাঃ হযরত গাজী সাং কৃষ্ননগর ৩ নং ওয়ার্ড এপিঃ বারবাকপুর (আদর্শগ্রাম) থানা ঝিকরগাছা জেলা যশোর এর হাতে থাকা প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভিতর রক্ষিত ৩৬ (ছত্রিশ) বোতল এ্যালকোহলসহ হাতেনাতে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।

অভিযানে ছিলেন উপ পুলিশ পরিদর্শক জনাব মোঃ বকতিয়ার রহমান সহঃ উপ পুলিশ পরিদর্শক মোঃ গোলাম রসুল সহঃ উপ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান সঙ্গীয় কনষ্টেবল মোঃ রফিকুল ইসলাম ।পুলিশ জানায় কবির দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। উপ পুলিশ পরিদর্শক জনাব বকতিয়ার হোসেন উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত আলামত জব্দ করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করেন। আজ ৭/২/২৪ তারিখ মঙ্গলবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top