সীতাকুণ্ডে চালকের সামনে হেলপারের মৃত্যু

IMG_20240203_103318.jpg
সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে পা পিছলে পানিতে ডুবে বিজয় (১৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার বিকাল তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দেওয়ান দীঘিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় (১৮) হাটহাজারী উপজেলার বাসিন্দা।জানা যায়, চট্টগ্রাম নগরী থেকে একটি ভাড়া   পিকআপযোগে তারা মিরসরাই যায়।মিরসরাই থেকে ফেরার পথে পিকআপটি পরিষ্কার করার জন্য পৌরসভার দেওয়াদিঘিতে দাঁড়ান।
হেলপার বিজয় পানি আনতে দেওয়ান দিঘিতে নামার সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যায়।সাঁতার না জানার কারনে সে আর উঠতে পারিনি।এদিকে চালক সাঁতার না জানেন না। এই বিষয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার  নুরুল আলম দুলাল বলেন, সীতাকুণ্ড পৌরসভার দেওয়াদিঘিতে একজন হেলপার ডুবে যাওয়ার খবর পাই।এসময়  ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top