তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা প্রাণি সম্পদ দপ্তেরর প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা প্রফুল্ল কুমার মালাকারের বিরুদ্ধে ফেসবুক ম্যাসেঞ্জারে তেরখাদা এলাকার জনৈক মহিলাকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই মহিলা তেরখাদা থানায় অভিযোগ দিয়েছেন। জানা গেছে, ওই মহিলা নিজের গৃহপালিত হাস মুরগী ও গরুর চিকিৎসার জন্য মাঝে মধ্যে প্রাণি সম্পদ দপ্তরে আসতেন। মহিলার দুর্বলতার সুযেগ নিয়ে তার মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে যোগ হয় প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। পরবর্তীতে বিভিন্ন সময় ওই মহিলার ম্যাসেঞ্জারে নিজের আইডি দিয়ে অশ্লীল কথাবাত্রা লিখে পাঠায়। এমনকি কুপ্রস্তাব দিয়ে বিভিন্ন সময়ে উত্তক্ত করে। বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। ওই মহিলা তেরখাদা থানায় লম্পট
প্রফুল্ল মালাকারের বিরুদ্ধে অভিযোগ দিয়ে সুবিচার দাবি করেন।তেরখাদা থানার ওসি সরদার মোশাররফ হোসেন অভিযোগ পেয়েছেন বলে জানান। এদিকে মুঠো ফোনে প্রফুল্ল কুমার মালাকারের সাথে কথা হলে তিনি বলেন, আমার এনড্রয়েড ফোন নেই। কে বা কারা এটা করেছে। যা আমার নলেজে নেই। এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ অফিসারের সাথে কথা হলে তিনি বলেন, এ রকম একটা বিষয় শোনা যাচ্ছে। তিনি বলেন, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা প্রফুল্ল কুমার মালাকারের এই নষ্টামি তেরখাদা উপজেলা সদরে ছড়িয়ে পড়ায় তিনি একটু বাইরে বাইরে সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। তার এই কর্মকান্ডে এলাকাবাসী ধিক্কার জানিয়েছে। এলাকাবাসী লম্পট প্রফুল্ল কুমার মালাকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।