কিশোরীর ‘আপত্তিকর’ ভিডিও ধারণ করাই গ্রেপ্তার- ১

মেহেদি হাসান নয়ন, বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর (১৩) গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে একজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার অহিদ মোড়ল (২৮) উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। তিনি বিভিন্ন বাড়িতে দিনমজুরের কাজ করতেন। পুলিশ জানায়, গত ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাইরে বের হলে ওই প্যাকেটি দেখতে পান। প্যাকেটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। তখন তিনি চিরকুটটি পড়ে দেখেন,

সেখানে লেখা আছে ‘মেমোরি কার্ডেটি একজন মেয়েকে দেখবেন। ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যেকোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে এবং সেখানে ব্যাগের ভেতর একটি চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।’
এরপর ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন তার মেয়ের গোসলের ছবি ও ভিডিও রয়েছে। তিনি চিঠির কথামত ১৮ জানুয়রি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এ সময় তিনিসহ অন্যান্য লোকজন আশপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর অহিদ মোড়ল ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

গ্রেপ্তার অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন, কীভাবে ধারণ করেছে, তা কিশোরী ও তাঁর পরিবারের লোকজন জানেন না। ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে বলে তাঁরা জানান। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একটি পর্নগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। মামলাটি তদন্তধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top