মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচিতে এশিয়ান টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় বর্ণাঢ্য এক র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল প্রেসক্লাব মোল্লাহাট চত্বরে ফিরে শেষ হয়। এরপর প্রেসক্লাব মোল্লাহাটের সভা কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকার, বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম, উপজেলা
কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, অধ্যক্ষ এল জাকির হোসেন, পল্লীবিদ্যুৎ মোল্লাহাট জোনের উপ মহাব্যবস্থাপক মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস ও অধ্যাপক মীর মিজানুর রহমান বাবুল। এশিয়ান টিভির মোল্লাহাট উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ ফারুকের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি
মনিরুজ্জামান মোল্লা, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ মনিরুজ্জামান শিকদার, সদস্য মোঃ মাকসুদ আলম, আরিফুল ইসলাম রিয়াজ, মোঃ আব্দুল্লাহ ফারুক, সৌরভ কুমার মধু, সাংবাদিক মোঃ মাসুদ আলী মীর ডালিম, শরিফুল ইসলাম দিদার, এম এম সাজ্জাদুল ইসলাম লিপ্টন প্রমূখ।