তীব্র শীতে মোরেলগঞ্জে শীতার্থ মানুষের মাঝে শীত বস্র বিতরণ উপজেলা র্নিবাহী অফিসারের

তারিকুল ইসলাম মিনা মোরেলগঞ্জ(বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় মানুষ। এমন কিছু মানুষ আছে গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়। এত কষ্টের পরেও পরিবারের জন্য দুবেলা খাবারের যোগানে বের হয়ে যান কাজের সন্ধানে। আর এসব অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য গভীর রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরকে সাথে নিয়ে উপজেলার কেয়ার বাজারে প্রায় ১০০ জন ভ্যানচালক, অটো, যাত্রীবাহী মোটরসাইকেল চালক এবং দুস্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। এই শীতের রাতে একটি কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলোর মুখে হাঁসির ঝলক দেখা যায়। আবার কেউ কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন।

কম্বল পাওয়া একাধিক শীতার্ত জানান, শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া কম্বল তাদের অনেকটাই রক্ষা করছে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান বলেন, উপজেলার প্রকৃত গরিব, বৃদ্ধ ও অসহায়দের হাতে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top