বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান গোলাপ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আক্তারুজ্জামান গোলাপ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বুধবার বিকেলে বীরকুৎসা
রেলস্টেশনের পূর্ব পাশে থাওইপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরন করেন। মরহুম আক্তারুজ্জামান গোলাপ এর বাড়ি যোগীপাড়া ইউনিয়নের বনগ্রাম গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আক্তারুজ্জামান গোলাপ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।