দিনাজপুর ৬ আসনে শিবলী সাদিক টানা তৃতীয় বার নির্বাচিত

IMG_20240108_232537.jpg

নুরুজ্জামান হোসেন হিলিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনজাপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ.লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ট্রাক প্রতীকের আজিজুল হক চৌধুরী।
বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার ৫ লাখ ২৫ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৩৮৮ জন, নারী ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫২৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১১ জন। এই আসনে ১৯৪ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

চার উপজেলায় বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের শিবলী সাদিক পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট। উল্লেখ্য, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক গত ২০১৪ সালে নৌকা প্রতীকে এ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এরপর ২০১৮ সালে আবারও নৌকা প্রতীকে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো এ আসন থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top