নন্দীগ্রামে বিভিন্ন গ্রাম ও বাজারে নৌকার প্রার্থী তানসেন’র নির্বাচনী গণসংযোগ

IMG_20240103_191342-scaled.jpg

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৩ জানুয়ারী (বুধবার) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (কাহালু-নন্দীগ্রাম) ৩৯, বগুড়া-৪ আসনের অন্তর্গত নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার, ওমরপুর বাজার, ধুন্দার বাজার, হাটকড়ই, মাটিহাস বাজারে (নৌকা) প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় জাদসের সহ-সভাপতি, ১৪দল মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম রেজাউল করিম তানসেন। গণসংযোগকালে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি উক্ত এলাকাসমূহের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

১৪ দলীয় জোট মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম রেজাউল করিম তানসেন বলেন আমি আপনাদের এলাকার সন্তান আমাকে নৌকা প্রতীকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করে এলাকাবাসীর সেবা করার সুযোগ দিবেন এবং অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে আপনাদের সহযোগিতা ও ভোট একান্ত কাম্য। তিনি আরও বলেন, ১৪দলীয় জোটনেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত ও অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী কে বিজয়ী করার বিকল্প নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top