নওগাঁ সাহিত্য পরিষদের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন ও কবিতা উৎসব

IMG_20231223_224105-scaled.jpg

অন্তর আহমেদ নওগাঁঃ “সাহিত্যে ভাঙি বোধের জড়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সাহিত্য পরিষদের ষষ্ঠ বর্ষপূর্তি উদ্যাপন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টায় জেলার মুক্তির মোড় বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও র‍্যালি শুভ উদ্বোধন করেন, গোলাম মওলা, জেলা প্রশাসক, নওগাঁ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সরকারি বিএমসি মহিলা কলেজ অডিটোরিয়াম নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ রাশিদুল হক, পুলিশ সুপার, নওগাঁ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর আবদুর রাজ্জাক, প্রফেসর (অব.) সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, রবিউল করিম, কথাসাহিত্যিক কায়েস উদ্দিন, সভাপতি জেলা প্রেসক্লাব, নওগাঁ, এসএম আজাদ হোসেন মুরাদ,

সভাপতি, জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ, মোফাজ্জল হোসেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতি নওগাঁ, শফিক ছোটন, সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা প্রেসক্লাব, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, মোঃ সামসুল হক, অধ্যক্ষ, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ এসএম আব্দুর রউফ, অধ্যক্ষ, ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ, ড. ফাল্গুনী রাণী চক্রবর্তী, কবি ও প্রাবন্ধিক, অধ্যাপক, বঙ্গবন্ধু সরকারি কলেজ, বদলগাছী নওগাঁ, ড. আইয়ুব আলী, অধ্যক্ষ, ফয়েজ উদ্দীন মোমোরিয়াল ডিগ্রি কলেজ, নওগাঁ। প্রধান আলোচক ড. মোহাম্মদ শামসুল আলম, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ। মারিয়া নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন। এ সময় উপস্থিত ছিলেন,

বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীরমুক্তিযোদ্ধা কায়েম উদ্দীন, সৈয়দ দীনবন্ধু চিশতী আহমেদ হোসেন বাবু আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ আরিফুর রহমান, প্রত্যয় হামিদ, টগর মেহেদী মনোয়ার লিটন, রাজা বর্ণিল, শাহীন খন্দকার, সুমন সৈকত, হাবিব রতন, অরিন্দম মাহমুদ, ময়েন মুখতার রফিক বকুল, রবিউল মাহমুদ, অনিন্দ্য তুহিন, প্রীয়ম পলাশ, মোহাম্মদ নাসির, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ডাঃ তানিয়া রহমান তনী, হাসমত আলী, রোকেয়া শাকিলা, আবু রেজা, এস এইচ নীর, মারিয়া নূর সিরাজুল ইসলাম যুগ্ম, নিশাদ রতœা, গুলজার রহমান, আজাদুল ইসলাম আজাদ, আশরাফুল ইসলাম,সাইমুম হাবিব,

এম এ মজিদ, আব্দুর রাজ্জাক, সুস্মিতা সাহা, আবু তালেব, শুকলি হাবিব, মেহেদী হাসান, আসলাম হোসেন, সোহাগ হোসেন, এপর কুমার, শহিদুল ফেরদৌস, পূর্ণিমা জাহান, খাদিজা ইসলাম কথা, লায়লা নাজনিন, প্রমিলা দেবী, আরিফুল প্রিন্স, আকততারুজ্জামান বাবলু, মিলি কবিরাজ, প্রশান্ত কুমার নাথ, লিয়াকত আলী, অনিমা দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ। উল্লেখ্য, সাহিত্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়, আশরাফুল হক পলাশকে সম্পাদক, গ্রামবাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top