বাগমারায় আবারও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের নির্বাচনী অফিসে ভাংচুর

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হকের নির্বাচনি অফিস ভাংচুর ও বিভিন্ন স্থানের পোস্টার ছিঁড়েছে করেছে দুর্বৃত্তরা। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা সমষপাড়া ওয়ার্ডের কাঁচি মার্কার একমাত্র নির্বাচনি অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কে ইউনিয়নের বিভিন্ন স্থানের স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের পোস্টার ও একডালা সমষপাড়া ওয়ার্ডের নির্বাচনি অফিস ভাঙার ঘটনা ঘটে।

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম বলেন,গতকাল আমার ইউনিয়নের কাঁচি প্রতিকের পোস্টার লাগানোর সময় চেয়ারম্যান আলমগীর সরকারের নেতৃত্বে হামলা চালিয়ে এমপির ব্যক্তিগত সহকারি সহ ৪জন কে আহত করে এবং তারাই রাতের আঁধারে অফিস ভাংচুর ও বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে।
নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত না হলে আমরা রাজপথে নেমে আন্দোলনে নামাবো।

রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হক এমপি বলেন,নৌকার নেতাকর্মীরা রাতের আঁধারে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে।নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকে আবুল কালাম আজাদ ও তার অনুসারিরা একের পর এক অফিস ভাংচুর করছে ও আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে।
তিনি আরও বলেন,শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিবিন্দ সরকার বলেন,ঘটনা জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top