সেলিম মাহবুব, সিলেটঃ সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুন নুর (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। বীর মুক্তি যোদ্ধা মোঃ আব্দুন নুর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে
ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নিকটাত্মীয় এডভোকেট ফরহাদ খন্দকার জানান, শনিবার বাদ জোহর আমেরতল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাজা শেষে পঞ্চাইতি কবরস্থানে দাফন করা হয়েছে।