গোপালগঞ্জের কাজুলিয়ায় জোর করে ভিটা বাড়ির মাটি কেটে রাস্তা নির্মান, ব্যস্তবায়নে এলজিইডি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গো্পালগঞ্জ জেলার সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের কাজুলিয়া বাজার থেকে সম্পদ ডাক্তার এর বাড়ি পযর্ন্ত ৭০০ মিটার নতুন রাস্তার নির্মান কাজ শুরু হয়েছে। নির্মান কাজ শুরুতেই গাদ্দারী করে কাজ চালাচ্ছে দায়িত্বপ্রপ্ত ঠিকাদার শুধু তাই নয় ১০ ফিট আড়ে রাস্তা নির্মান করতে গিয়ে মানুষের ঘরের ভিতরে রাস্তার সিমানা ডুকে গিয়েছে বলে জানান এলাকাবাসী। রাস্তার কাজ করতে গিয়ে নষ্ট করছে নানা গাছপালা। সব কিছুই করছে গোপালগঞ্জ এলজিইডির এস,ও নজরুলের হাত ধরে। রাস্তার দুইধারে পুকুর ও খাল দুইপাশে পাইলিং ছাড়াই করছে তারা। নিষেধাজ্ঞ থাকা সত্বেও এস্কোবেটার

(ভেকু) দিয়ে খাল ও পুকুরের মধ্য দিয়ে মাটি উঠিয়ে কাজ চালাচ্ছে তারা। গত মৌসুমে এলজিইডির হাত ধরে গোপালগঞ্জ জেলার ৪টি উপজেলায় নির্মিত জনবহুল কিছু রাস্তা ভেঙ্গে পড়েছে।তার মধ্যে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ থেকে গিমাডাঙ্গা উত্তরপাড়ার রাস্তা, নারিকেল বাড়ি যাওয়ার মেইন রাস্তা সহ আরো অনেক রাস্তা ভেঙ্গে পড়ছে সবটুকুই হচ্ছে গোপালগঞ্জ এলজিডিই এর কর্মপরিকল্পনার অভাব। ঠিকাদারদের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে তারা চোখ মুখ বন্ধ করে কাজ করতে সাহায্যে করছে। ঠিকাদাররা দ্রুত কাজ সম্পর্ন করে নিজেদের বিল তুলে নিয়ে খালাস।
এ ব্যপারে এলাকাবাসীরা বলেন আমার ব্যক্তিগত পুকুর থেকে এক্সবেটর (ভেকু)দিয়া জোর করে মাটি কেটে রাস্তায় কাজে ব্যবহার করছে ওরা।

আমরা কার কাছে এ বিষয় গুলো জানাবো, যারা কাজের তদারকি করছে তারাই এর সাথে জড়িত। কাজের সংস্লিস্ঠ কতৃপক্ষের দৃস্টিকর্ন করছি আমাদের প্রতি সু-নজর রেখে কাজটি সম্পর্ন করে, যাতে আমরা ক্ষতিগ্রস্থ না হই। ওপর দিকে গোপালগঞ্জের এলজিইডি বিভাগের উপ সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম নিজেই মুখে বলছে এক্সবেটর(ভেকু)দিয়ে রাস্তার মাটি কাটা নিষেধ। তার চোখের সামনে এই সকল অবৈধ কর্মকান্ড চলছে বাঁধা দিচ্ছেনা সে এর কি কারন হতে পারে তা আমাদের বোধগম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top