সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ “এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স প্রতিরোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সচেতনতা মূলক আলোচনা সভা ও র ্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতানা জিন্নাত ফাতেমা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফজলুল করিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন ডাঃ তামান্না মহিউদ্দিন। আরো উপস্থিত ছিলেন জি এম আমিরুল ইসলাম, হাসান আল আছাদ, মোঃ আজাদ, ফরিদ হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম বলেন, সাধারণ মানুষের কাছে অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহারে এর ক্ষতিকারক দিকগুলি তুলে ধরতে হবে। ঔষধের ফার্মেসিগুলিকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।