রিপোর্টার, মাসুদ রানাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদীয় আসন- ৪০, বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন পত্র জমা দিলেন, কলেজ- বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সক্রিয় নেতৃত্বে রাজপথের লড়াকু সৈনিক, আইন অঙ্গনের প্রিয় মুখ, ত্যাগী, পরিক্ষিত, আস্থাভাজন যোদ্ধা ডেপুটি এটর্নী জেনারেল বাংলাদেশ, নারী আইনজীবি কল্যান সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সম্মেলন প্রস্তুতি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ মহিলা আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জান্নাতুল ফেরদৌসী রূপা এডভোকেট। দীর্ঘ পথ পরিক্রমায় আওয়ামীলীগের চরম দূর্দিনে আশি ও নব্বই দশকের স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্বে সরব ভুমিকা পালনকারী ছাত্রনেতা এবং ১/১১ সময়ের অবৈধ সরকারের হাতে প্রানপ্রিয় নেত্রী শেখ হাসিনা আটক হলে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সোচ্চার আন্দোলন, সংগ্রাম, সভা,
সমাবেশে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর নির্বাচিত প্রতিনিধি হিসাবে আইনজীবীদের সাথে যুগপৎ আন্দোলনের মাধ্যমে মাঠ ও রাজপথে সোচ্চার থেকে জাতির জনকের সুযোগ্য কন্যাকে জেলমুক্ত করার সংগ্রামে সক্রীয় ভুমিকা পালনকারী আওয়ামী লীগের পরিক্ষিত সৈনিক রুপা। জাতীয় সংকটের প্রতিটি মূহুর্তে এবং গন-তন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছেন প্রতিটি প্রয়োজনে। তার শ্রম, ঘাম, কর্মের মূল্যায়ন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনা। রাজনীতিতে তোষামোদী তার স্বভাবে নেই। লেজুড়বৃত্তিতে চরম ঘৃনা তার। সততা, ত্যাগ, পরিশ্রম এবং একাগ্রতা তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে বার বার। বাংলাদেশ আওয়ামী লীগের টিম মেম্বার হিসাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বিগত ৩৮
বৎসর যাবৎ কলেজ, বিশ্ববিদ্যালয় ও আইনজীবীদের সক্রীয় নেতৃত্ব দিবার সুযোগ পেয়েছেন বছরের পর বছর । আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আওয়ামী লীগের জন্য তার এই কর্ম, ত্যাগ তাকে দিয়েছে বিভিন্ন কমিটিতে কাজ করার সুযোগ ও মর্যাদা। তিনি আরো কিছু সংগঠনের দায়িত্বে ছিলেন এবং রয়েছেন, যেমন: সহ সভাপতি-আইন সহায়ক কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম , সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর কার্যকরী কমিটির নির্বাচিত প্রতিনিধি (২০০৬-২০০৮), সাংস্কৃতিক সম্পাদক উত্তরবঙ্গ আইনজীবী ফোরাম-কেন্দ্রীয় কমিটি, সভাপতি- বাংলাদেশ ছাত্রলীগ-মন্নুজান হল শাখা (১৯৮৯-১৯৯৩) রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সম্পাদক- কলেজ ছাত্রী সংসদ (১৯৮৫-৮৭) সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া, সদস্য লিগ্যাল এ্যাসিস্টেন্স ও লিগ্যাল এইড উপ-কমিটি-বাংলাদেশ আওয়ামী লীগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ধুনট-শেরপুর তার নির্বাচনী এলাকা। নিজ এলাকার উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী রুপা। সুযোগ পেলে ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনার সাথে দেশকে আরো সমৃদ্ধ করতে ভুমিকা রাখবেন বলে আশাবাদী তিনি।