সেলিম খান সাতক্ষীরাঃ ”মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক সাতক্ষীরা জেলার কলারোয়া থানা পুলিশকে পুরষ্কার প্রদান’’করেন। ২২ ই নভেম্বর সকালে কলারোয়া থানায় জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম হাতে থেকে মননীয় আইজিপি মহোদয় দেওয়া পুরস্কার দেওয়া গ্রহণ করেন ওসি মোহা: মোস্তাফিজুর রহমান ।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এলএসডি ও হেরোইন উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান মাননীয় আইজিপি মহোদয় কলারোয়া থানা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন।
এ-সময় কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে মাননীয় আইজিপি মহোদয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মাননীয় আইজিপি মহোদয় এই পুরষ্কারে কলারোয়া থানা তথা সাতক্ষীরা জেলা পুলিশের প্রত্যেক সদস্য আনন্দিত এবং গর্বিত হয়েছে। আগামী দিন গুলোতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশ আরো প্রশংসনীয় কাজ করবে বলে সকলেই আশাবাদ ব্যাক্ত করেন। এ পুরস্কার পাওয়ার পর থেকে কলারোয়ার শিক্ষক, সাংবাদিক , সুধীসমাজ কলারোয়া থানা পুলিশের এই অবদানের প্রশংসা করে এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও কলারোয়া থানা ওসি মহোদয়ের শুভেচ্ছা ও সফলতা কামনা করেছেন।এসময় সুধীসমাজ বলেন কলারোয়ায় মাদক অনেক অংশে নির্মল হয়েছে।কলারোয়া থানা ওসি মহোদয় সহ পুলিশের সকল সদস্য মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া কথা
মতো মাদকের বিষয়ে কলারোয়া ভূমিকা জিরো টলারেন্স নীতিতে আছে । তারা বলেন কলারোয়া থানা শুধু মাদক না সকল বিষয়ে সেবা নিতে সদা প্রস্তুত। তার নজির ও রেখেন কলারোয়া থানা ওসি মোহা: মোস্তাফিজুর রহমান।সাংবাদিক সমাজ বিভিন্ন মাধ্যম থেকে কলারোয়া থানা ওসি মোহা মোস্তাফিজুর রহমান মহোদয় ও পুলিশ সদস্যদের সেবার মান উন্নত হয়েছে বলে ধন্যবাদ জানান।সাংবাদিক সমাজ মনে করে মাননীয় আইজিপি মহোদয় কতৃক এমন পুরস্কার পেয়ে সাতক্ষীরার জেলা পুলিশ আরো ভালো কাজের উৎসাহিত হবে বলে মনে করেন।