বাকেরগঞ্জে আশরাফুল ল্যাবরেটরীজ চিকিৎসা কেন্দ্র ও ঔষধ বিক্রয় কেন্দ্র শাখার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২২শে নভেম্বর উদ্বোধন হলো উচ্ছ্বাস ভিলায়া সবুজবাগ সড়ক গ্রামীণ ব্যাংক সংলগ্ন আশরাফুল ল্যাবরেটরীজ চিকিৎসা কেন্দ্র ঔষধ বিক্রয় কেন্দ্র বাকেরগঞ্জ শাখার শুভ উদ্বোধন। অনুষ্ঠানটির পরিচালনা করেন আতিকুর রহমান অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক পৌর সভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেচুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভা ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম আকন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা উপজেলা আওয়ামী লীগ সদস্য সংকর দাস ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আনোয়ারুল হক টোকন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন গরীব দু:খী অসহায় মানুষদের পাশে থেকে সেবা দেওয়া আমাদের লক্ষ মানব ও সমাজ সেবা । সমাজের গরীব, দু:খী,অসহায় জনগনের পাশে থেকে তাদের দিকে সাহায্যের হাত এগিয়ে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য।সমাজের অস্বাভাবিক পরিস্থিতিতে অসহায় জনগনকে সেবা করা আমাদের উদ্দেশ্য।এসকল উদ্দেশ্য নিয়ে আমরা আবর্তনের সাথে এগিয়ে যেতে চাই।যাতে আমাদের সোনার বাংলাদেশ একদিন সম্পূর্ন সুষ্ঠ হতে পারে ।ধন্যবাদ তাদেরকে যারা এতো বিশাল একটা উদ্যেগ গ্রহন করেছেন ।আপনাদের দেওয়া সাহস ও অনুপ্রেরনা নিয়েএগিয়ে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top