নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকে আগুন দেওয়ার ঘটনার পরপরই ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় জনগণের ধাওয়ায় পালিয়েছে একদল দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনার পর রাত ৮ টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ গেট এলাকায় একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে দূর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ট্রাকে আগুন
ও ককটেল বিস্ফোরণ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক, সানোয়ার হোসেন মিলন, এনামুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা আল জাহিদ প্রমুখ। এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা কথা শুনেছি। জনগণের ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযানে রয়েছে।