কর্মসূচিতে না থাকায় গুইমারা বিএনপির দুই নেতার পদ স্থগিত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেকে চলমান আন্দোলন সংগ্রামে অনুপস্থিত এবং অসহযোগিতার অভিযোগে দলীয় পদ থেকে সাময়িকভাবে স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কার্যক্রম গ্রহণযোগ্য ও সন্তোষজনক হলে স্বপদে পুনরায় বহাল করা হবে বলেও জানানো হয়। পদ স্থগিত হওয়া দুইজন হলেন, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেন। শনিবার(১৮ নভেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে জেলা বিএনপির

সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, বার বার তাগিদ দেয়া সত্ত্বেও দায়িত্বে থাকার পরেও সভাপতি ও সম্পাদক চলমান আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই দলীয়ভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে ঝটিকা মিছিল ও টায়ার পোড়ানোর মধ্য দিয়ে বিএনপির ডাকা ৪৮ঘণ্টার হরতালের প্রথম দিনে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল ছিল বন্ধ। শহরে গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top